সিবিএন
কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাজপথের তুখোড় ছাত্রনেতা ইসমাইল সাজ্জাদকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
দলের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পত্রে বলা হয়েছে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার ‘ রূপকল্প ২০২১ ও ২০৪১’ বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখায় ইসমাইল সাজ্জাদকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
মেধাবী ছাত্রনেতা ইসমাইল সাজ্জাদ স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।
তিনি জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারী কলেজের সহ-সভাপতি ও কক্সবাজার আইন কলেজ শাখার আহবায়ক।