শেখ আতিকুর রহমান বাবু সভাপতি ও মাহবুবুল ইসলাম প্রিন্স সাধারণ সম্পাদক
জালাল আহমদ,ঢাবি থেকে:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির ১ম পঞ্চবার্ষিকী সম্মেলন গতকাল রাজধানী মগবাজারস্থ নিউ ইস্কাটন রোডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহ সভা পতি মাহমুদুল হক। অনুষ্ঠানের ১ ম অধিবেশনে আলোচনা সভা শেষে ২ য় অধিবেশনে সারা দেশের বিভিন্ন ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য শেখ আতিকুর রহমান বাবু কে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহবুবুল ইসলাম প্রিন্স কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।