কক্সবাজারে মোরার তান্ডবে নিহত ৩

প্রকাশ: ৩০ মে, ২০১৭ ০২:২৯ , আপডেট: ৩০ মে, ২০১৭ ০৪:৩৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মোরা’র আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের ঈদগাহ ষ্টেশন -ছবি ফেসবুক

সাহেদ মিজান , সিবিএন :
কক্সবাজারে ঘুর্ণিঝড় মোরার তান্ডবে এ পর্যন্ত ৩জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে । এরা হলেন ,গাছ চাপায় চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলার সিকদার পাড়ার মৃত নুরুল আলমের স্ত্রী সায়রা খাতুন (৬৫), একইভাবে মারা যায় একই উপজেলার ডুলাহাজারার জুমখালির আবদুল হকের পুত্র রাহমত উল্লাহ (৫০)। এর আগে ভয়ে স্ট্রোক করে মারা যান কক্সবাজার শহরের সমিতি পাড়ার বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৬৪) ।
বিস্তারিত আসছে ….