লোকমান হাকিম

নাম তার শোভা রাণী। মানুষের প্রাণ বাঁচাতে আজও তিনি সতর্ক অবস্থানে। একানব্বইয়ের প্রলঙ্করী ঘূর্ণিঝড়ে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের বহু মানুষের প্রাণ বাঁচিয়ে ‘লেডি অব আইল্যান্ড’ উপাধি পেয়েছিলেন তিনি।
এই শিরোনামে তার ওপর তৈরি করা প্রামাণ্যচিত্র দেখানো হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। এরই সূত্র ধরে উপকূলে সাইক্লোন শেল্টার নির্মাণের অনুদান আসে। নিজে কিছু না পেলেও সেই ‘লেডি অব আইল্যান্ড’ এখনও দ্বীপের মানুষের সেবায় নিয়োজিত। তার বাড়ি মহেশখালী সদরে। স্বজনদের দূরে রেখে স্বামী শচিরাম দাসসহ সোনাদিয়ার শিক্ষা প্রসারে কাটিয়ে দিয়েছেন ৩০টি বছর। স্কুল পরিচালনার সঙ্গে রেডক্রিসেন্টের দায়িত্বও এদের কাছে।