আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়া উপজেলার হারবাং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান ২শতাধিক বাশ (ভাইজ্যা বাশ) কেটে লুটের চেষ্টা করেছে দখলবাজ দূর্বৃত্তরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে কেটে নেওয়া বাশ জব্দ করা হয়েছে। ইতিপূর্বে বিদ্যালয় বন্ধকালীন সময়ে প্রায় ৩০টি মত বাশ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, হারবাং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জমির বাউন্ডারীর ভেতর থেকে ২শতাধিক বাশ (ভাইজ্যা) কেটে লুটের চেষ্টা চালায় স্থানীয় গিয়াস উদ্দিন ও আবু সহ বেশ কয়েকজন দূর্বৃত্ত। সম্প্রতি কেটে নেওয়া বাশের বিষয়ে খবর পেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত হয়ে কেটে নেওয়া বাশ জব্দ করেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাশ গুলো জব্দ করার পর থেকে একটি একটি করে প্রায় ৩০টি মূল্যবান বাশ (ভাইজ্যা) চুরি করে নিয়েগেছে। স্থানীয়রা প্রকাশ্যে বাশ গুলো নিলামে দেওয়ার দাবী জানান। তারা আরো জানান, দীর্ঘদিন ধরে বাশ গুলো থাকায় স্কুল শিক্ষার্থীরা ছামিয়ানা হিসেবে শান্ত পরিবেশে বাতাশ আহরণ করেছিল। কিন্তু তা কেটে নেওয়ায় শিক্ষার্থীদের দূর্ভোগ হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী জানিয়েছেন, কেটে নেওয়া বাশ গুলো জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে প্রকাশ্যে ইজারা দেওয়া হবে।
গতকাল ২৮মে রাত সাড়ে ১০টার দিকে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পূর্কে তিনি অবগত নন। উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যারা বাশ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।