সিবিএন:
কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের পালাকাটা শুক্কুরের দোকান এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ডিপজল (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার সকাল ৭ টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ডিপজল দক্ষিণ পালাকাটা এলাকার মুহাম্মদ কায়েসের ছেলে।তার মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক গাড়ী ও চালক আটক করেছে জনতা।

স্থানীয় মুহাম্মদ জামাল হোছাইন সিবিএনকে জানান, সকালে মুবিনের দোকানে কয়েকজন ছেলে খেলছিল। উত্তর দিক লাশবাহী ম্যাজিক গাড়ী (নং চট্টমেট্রো ন-১১.৪৮৩৮) প্রথমে একটি দোকানের বারান্দার পিরারকে ধাক্কা দিয়ে পাশে দোকানের বারান্দায় গদির উপর খেলারত ছেলেদের উপর তুলে দেয়। ঘটন্স্থলে একজন নিহত হয়। আহত হয় আরো কয়েকজন।