আবদুল মালেক সিকদার, রামু:

ত্রিরত্ন সংঘ রামু শাখার উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বর্ষপূর্তি অনুষ্ঠান ও এসএসসি সংবর্ধনা’১৭ সম্পন্ন। ২৭ মে, শনিবার সন্ধ্যা ৬টায় রামু কেজি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ত্রিরত্ন সংঘ রামু শাখা সভাপতি প্রীয়ম বড়–য়া রক্তিম’র সভাপতিত্বে ইতু বড়–য়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুদ্ধ কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি সুপ্তভূষণ বড়–য়া, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস রানা চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির হেলালী, শিক্ষক সুমথ বড়–য়া, শ্রমিকলীগ নেতা মোহাম্মদ হোসেন, মেম্বার মোবারক হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড এই বিষয়কে মাথায় রেখে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জানুয়ারি ১ম তারিখের মধ্যে সারা বাংলাদেশে প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করাসহ ছেলে-মেয়েদের পড়ালেখার সুবিধার্থে অধিকাংশ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়া করে জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাকেও গুরুত্ব দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। রামু ত্রিরতœ সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, আলহাজ¦ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ২০টি বিদ্যালয়ের ৩০০জন শিক্ষার্থীর মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি’১৭ পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, বিনামূল্যে বই, খাতা-কলম বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।