মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সহ ৪জনকে আটক করেন পুলিশ। তারা হলেন স্থানীয় নতুনপাড়া গ্রামের আবুল শামার পুত্র আব্দুর রাজ্জাক প্রকাশ লেং রাজ্জাক (২৭), একই এলাকার আব্দুল হাকিমের পুত্র মোঃ কাইছার (১৯), রংমহল হাতি পাড়া গ্রামের প্রকাশ টিপ্লু দে (২০) ও একই এলাকার অনিল দে (১৮)। গত ২৬ মে শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সুত্রে জানায় উল্লেখিত সময়ের পূর্বে ১১টার দীকে রংমহল হাতি পাড়া গ্রামের নিয়মিত ইয়াবা সেবী অনিল দে ইয়াবা সেবন করতে গিয়ে সাথে ডেকে নেয় টিপ্লু দে’কে। এলাকাবাসী তাদের অবস্থা আঁচ করতে পেরে স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনকে খবর দেয়। তাৎক্ষণীক মেম্বার সরেজমিনে গিয়ে উভয়কে আটক করেন এবং এব্যাপারে পুলিশেকে অবগত করেন। অল্পকিছুক্ষণ পর চকরিয়া থানার এসআই মোঃ এনাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে ওই ইয়াবাসেবীর তথ্যমতে অভিযান চালিয়ে নতুন পাড়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও কাইছারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে এলাকাবাসী জানায় পুলিশি অভিযান অব্যাহত থাকলে ডুলাহাজারার ইয়াবা জগতের গডফাদাররা লুকিয়ে থাকার স্থান পাবে না। ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন আমার এলাকা ৯নং ওয়ার্ডে মাদক ও নৈরাজ্যের কোন স্থান নেই। ইতিপূর্বেও তার সহযোগীতায় সক্রিয় জুয়া খেলার একটি দল প্রশাসনের হাতে আটক হয়েছিল। এদিকে ইয়াবা সংক্রান্ত অভিযোগে ৪ জন আটক বিষয়ে জানতে রিপোর্ট লিখাকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীকে মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বার ব্যস্ত থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডুলাহাজারা থেকে ইয়াবা ব্যবসায়ী সহ আটক-৪
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে