ইমরান হোসাইন, পেকুয়া
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া এলাকায় বালু মহাল দখল নিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন কাজে নিয়োজিত থাকা দুই শ্রমিক আহত হয়েছে।
শনিবার (২৭মে) সকাল ১১টার এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার মোহাম্মদ কালা মিয়ার ছেলে মোহাম্মদ লাতু (৫৫) ও মোহাম্মদ লাতু ছেলে মোহাম্মদ তারেক(১৮)।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রতিদিনের মত লাতু ও তার পুত্র পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করছিলেন। এসময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের আহত করে।
আহত মোহাম্মদ লাতু বলেন, বালু মহাল দখল নিতে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়া খালী এলাকার জাফর আহম্মদের ছেলে আলমগির ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আমার ও আমার ছেলের উপর হামলা চালায়। এসময় পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের উদ্ধার করতে আসলে তারা ৮-১০ রাউন্ড গুলিবর্ষণ করে গহীন পাহাড়ে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, গুলিবর্ষণের কোন আলামত পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে আহত দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের পক্ষ থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।