অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার ॥

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি পরিদর্শন করলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নান খাঁন। তিনি ২৬ মে বিকাল ৫টায় কক্সবাজার আদালত পাড়ায় অবস্থিত আইনজীবী সমিতি ভবনে আসেন। এসময় মন্ত্রীকে কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ সহ নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন।

আওয়ামীলীগের এই সিনিয়র নেতা কক্সবাজার আইনজীবী সমিতিতে বেশকিছুক্ষণ অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ে আইনজীবী নেতাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী ও পিপি এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট আবদুর রউফ, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট বাবুল দাশ, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, এডভোকেট আহমদ কবির, এডভোকেট শামসুল হক, এডভোকেট সেলিম উদ্দিন, এডভোকেট একরামুল হক, এডভোকেট আবুল হোসেন, মন্ত্রীর পিএস পত্তনদার মোঃ রাকিব।

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আইনজীবী নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে তিনি দৈনিক কক্সবাজার-৭১ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী সভায় অংশগ্রহন করেন।