কক্সবাজার সাহিত্য একাডেমীর আলোচনা সভায় বক্তারা
বার্তা পরিবেশক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলে। কবি নজরুল নিজেই তাঁর একটি লিখনিতে ‘বাংলার জয় হোক, বাঙালির জয় হোক’ বলেছিলেন। এর মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন।
কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে আজ ২৬ মে ২০১৭, ১২ জ্যৈষ্ঠ ১৪২৪, শুক্রবার বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম-জয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।
বক্তাগণ বলেন, কলকাতা সিটি কর্পোরেশন প্রদত্ত সম্বর্ধনায় সুভাষ বসু প্রমুখ নেতৃবৃন্দ কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন।
বক্তাগণ বলেন, কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, মানবতার কবি। তিনি পরবর্তীতে বিদ্রোহী কবিতা লিখে বিদ্রোহী কবি উপাধী লাভ করেন।
কবি সৈনিক জীবনে গিয়ে তাঁর কবিত্বের বহিপ্রকাশের যে সুযোগ পান তা কাজে লাগান। বিশেষ করে তিনি একজন বাঙালি হয়েও ইরান, ইরাক, তুরান, আফগান, ঊদুসহ মধ্যপ্রাচ্যের আরবি, ফার্সি, ঊদু ভাষার সাথে পরিচিত হন। এসব ভাষা তিনি রপ্ত করে তাঁর কবিতার মধ্যে আরবি, ফার্সি, তুর্কি, ঊদু ভাষার প্রয়োগের মাধ্যমে কবিতায় একটি ব্যতিক্রম আমেজ সৃষ্টি করেন।
বক্তাগণ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কবি নজরুলের কবিতা বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেন। তাঁর প্রতিটি কবিতা, তাঁর গান বাংলাদেশের মুৃক্তিপাগল মানুষের রক্তে আগুন ধরিয়ে দেন এবং যুদ্ধ ঝাপিয়ে পড়তে তাড়িত করেন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে একাডেমী সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান এডভোকেট-কবি সুলতান আহমেদ, একাডেমীর সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন ও নির্বাহী সদস্য, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল বক্তব্য পেশ করেন।
কবিতা আবৃত্তি করেন কল্লোল দে চৌধুরী ও কবি তৌহিদা আজিম।
কাজী নজরুল ইসলামের ‘মসজিদের ঐ পাশে আমায় কবর দিও ভাই’ গানটি পরিবেশন করে একাডেমীর নির্বাহী সদস্য ছড়াকার-কণ্ঠশিল্পী নুরুল আলম হেলালী একটি ভিন্ন পরিবেশ সৃষ্টি করেন।