মোহাম্মেদ ফরিদুল ইসলাম বাবু ,কক্সবাজার :

‘আহলান সাহলান মাহে রমজান’ ‘রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, কুরান প্রেমিক ছাত্রজনতার মুক্তির দাবিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি ও সমাবেশ করেছে কক্সবাজার শহর ছাত্রশিবির।

শুক্রবার বাদে আছর শহরের হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে র‍্যালিটি বের হয়। ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা কর্মীদের সমন্বয়ে এই বিশাল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে কক্সবাজার বার্মিজ মার্কেট চত্বরে শহর শিবির সভাপতি মু মাহমুদুল হাসান সহ শিবিরের বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে র‍্যালি উত্তর সমাবেশ সমাপ্তি করেন।
র‍্যালি উত্তর সমাবেশে ‍উপস্থিত ছিলেন শহর শিবিরের সাধারণ সম্পাদক তৈয়ব উদ্দিন সহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।

বক্তাগণ মাহে রমযানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে মুল্য নির্ধারণ করতে বলেন। রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রেখে রমযানের পবিত্রতা রক্ষার্থে সকলকে সতর্ক থাকার আহবান জানান। কুরান প্রমিক ছাত্রদের মুক্তির মধ্য দিয়ে ছাত্রদের রমজান মাসে সুন্দর ভাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রশাসনের সহায়তার জোর দাবি জানান বক্তারা।