সংবাদদাতা:
রামুর মিঠাছড়ি কাইম্যারঘোনা এলাকায় বৃদ্ধি পেয়েছে নানা অপরাধ। বিভিন্ন মামলার পলাতক আসামী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই অপরাধ কাজ চালিযে আসছে দীর্ঘদিন ধরে। এই সিন্ডিকেটের নেতৃত্বে প্রতিনিয়ত কাইম্যারঘোনা ও এর আশ-পাশের এলাকায় ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ। এদিকে রড চুরি করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই সিন্ডিকেটের অন্যতম সদস্য জিয়াবুল হককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। জিয়াবুল হক কাইম্যারঘোনা পাহাড়তলী এলাকার ছৈয়দ আলমের পুত্র। এসময় তার কাছ থেকে চুরিকৃত বিপুল পরিমাণ রডও উদ্ধার করা হয়। এঘটনায় জিয়াবুল হকসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে বিসিক এলাকার জনৈক নুরুল আমিন। জানা যায়-কাইম্যারঘোনা পাহাড়তলী এলাকার বজল আহমদের পুত্র আব্দু ছালামের নেতৃত্বে একই এলাকার হাকিম আলীর পুত্র হোসাইন শরীফ, ছৈয়দ আলমের পুত্র জিয়াবুল হকসহ ১০/১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধের পাশাপাশি ইয়াবা, মদ, ফেন্ডিডিলসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রিও করে আসছে। শুধু সন্ত্রাসী কর্মকান্ড, অপরাধ কিংবা মাদক ব্যবসা নয়। এই সিন্ডিকেট সদস্যরা অন্যের জায়গা দখল, মাটি কাটাসহ নানা কাজও করে যাচ্ছে। এরা সন্ত্রাসী হওয়ায় এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারে না। উল্টো এই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে আসছে সাধারণ মানুষ। তাই এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে এলাকা থেকে অপরাধ কমিয়ে আনার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।