বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের চৌচুলামুরা এলাকার দিনমুজুর কালা মিয়ার মেয়ে মুন্নি আক্তার (১৩)কে ধর্ষণ করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ৫মে রাত ০৮টায় (আনুমানিক) এ ঘটনাটি ঘটে।
সুত্রে জানা যায় একই এলাকার জালাল আহমদের পুত্র এলাকার চিহ্নিত বখাটে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা চৌচুলামুরা এলাকার দিনমুজুর কালা মিয়ার মেয়ে মুন্নি আক্তার রাত আনুমানিক ৮টার দিকে পার্শ্বোবর্তি নলকুপে পানি আনতে গেলে অস্ত্রমুখে জিম্মি করে ধর্ষণ করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে।ঐ সময় মুন্নির চিৎকারে শুনে তার বাবা ও মা সহ পরিবারের অপরাপর সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে ব্যাপকভাবে মারধর করে। আহতরা হলেন মুন্নির পিতা কালা মিয়া (৫০),মাতা ছেমন খাতুন(৪০)একই এলাকার মৃত ছালেহ আহমদের স্ত্রী খদিজা বেগম (৪০)ও মুন্নি। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এ ব্যাপারে এলাকার স্থানীয়রা ক্ষোভের সহিত জানান বখাটে জাহাঙ্গীর আলম একালায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ।জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।এ ব্যাপারে আহত কালা মিয়া জানান সন্ত্রাসীদের মধ্যে জাহাঙ্গীর আলম ছাড়া আরো কয়েজনকে চিনতে পেরেছেন। তারা হলেন মৃত উলা মিয়ার ছেলে গোরা মিয়া (৪৫) চৌফলদন্ডী মামলার প্রস্তুতি চলছে
ইউনিয়নের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হাকিম। এ ব্যপারে কক্সবাজার সদর থানার তদন্ত অফিসার মো: কামরুল আজম যোগাযোগ করা হলে তিনি জানান আমরা ঘটনার অবগত ও অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।এ ব্যপারে আহতের সাথে যোগাযোগ করা হলে তারা জানান মামলার প্রস্তুতি চলছে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।