নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার হোয়ানকে দু’সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে এনামুল হক (৩২) নামে এতক ব্যক্তি নিহত হয়েছে। রাত আড়াইটার দিকে হোয়ানক হরিয়ারছড়া থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। নিহত এনাম ওই ইউনিয়নের কালাগাজির পাড়ার নূরুল হক ভেট্টার পুত্র।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হোয়ানকের কালগাজির পাড়ার দু’সন্ত্রাসী বাহিনী জালাল বাহিনী ও আয়ুব আলী বাহিনীর মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল হরিয়ারছড়া থেকে এনাম নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় তিন বন্দুক ও ১৫টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহত এনাম আইয়ুব বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
এদিকে নিহতের এনামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনামকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালাগাজির বাজার থেকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ আগে একটি মামলায় হাজিরা দিয়ে কক্সবাজার থেকে সন্ধ্যায় এলাকায় পৌঁছে এনাম। প্রতিপক্ষ জালাল বাহিনীর সদস্য আবুল কালামের পুত্র আবছার ও ছিদ্দিকের পুত্র ইসমাঈলসহ কয়েকজন মিলে এনামকে ধরে পুলিশের সোপর্দ করে।
এনামের পিতা নূরুল হক জানান, আইয়ুব আলী বাহিনীর সাথে এনামের কোনো সম্পক্ততা নেই। এমনকি তাদের সাথে যোগাযোগ পর্যন্ত নেই। ওই এলাকা থেকে চলে গিয়ে তারা হরিয়ারছড়ায় বসবাস করছেন। জেল থেকে বের হয়ে এনাম কিছু ব্যবসা-বাণিজ্য করে পরিবারের ভরণপোষণ করছেন। কিন্তু ঈর্ষান্বিত হয়ে জালাল বাহিনীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে তাকে হত্যা করেছে।