এম.জিয়াবুল হক,চকরিয়া
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ইউনিয়ন ২৫ মে ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক শিবলীর সভাপতিত্বে ও সাদারণ সম্পাদক মোঃ আবু তৈয়ব এর পরিচালনায় খুটাখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ মোঃ খোরশেদ আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ এডভোকেট শহিদুল্লাহ্ চৌধুরী, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু নীতিশ বড়ুয়া, জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাস, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম ভুট্রো, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন কছির।

বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার ৮নং ওর্য়াড়ের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, যুবলীগের সহ সভাপতি জাবেদ হোসেন পুতুল, সিনিয়র সদস্য হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, রেফায়েত সিকদার, তারেকুল ইসলাম চৌধুরী, ফরহাদ হোসেন পার্কেল, অর্থ সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল করিম, উপ প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক চৌধুরী তফসির, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠু, সহ সম্পাদক ওসমান গণি, মোঃ আলমগীর, মন্জুর হাসনাত মায়া, মুজিবুল হক, আবদু রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়াতুল কবির বাপ্পী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, উপজেলা তাঁতী লীগের আহাবায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেকুল ইসলাম রাহিত, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ইউছুফ, পৌরসভা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান, মাতামুহুরি উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন বেলাল, খুটাখালী ইউনিয়ন যুবলীগের মোঃ ইউছুফ, ইলিয়াছ, ওয়াসিম আকরাম, আরাফাত রানা, ফারুক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, বর্তমান সভাপতি আনোয়ারুল আজিম, সহ সভাপতি রায়হান, ডুলহাজারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন বাপ্পী, সহ সভাপতি আবদুল বারেক টিপু সহ নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, চকরিয়া উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মী অতীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে আওয়ামীলীগের সাথে ছিলেন। এখনো দলের ক্রান্তি লগ্নে তাঁরা ইস্পাত কঠিন ভুমিকা পালন করছেন। আশা করি আগামীতেও যুবলীগের প্রতিটি নেতাকর্মী সাংগঠনিকভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে চকরিয়া-পেকুয়ার আসনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনাকে উপহার দিতে নিরলশভাবে কাজ করবে। তিনি বলেন, যুবলীগের সকলস্থরের নেতাকর্মীকে সাথে নিয়ে আগামী সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার মাটি হবে শেখ হাসিনার নৌকার ঘাঁটি এই জাগরণ তৈরী করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ খোরশেদ আলম বলেন, সকল ধরণের লোভ-লালসা পরিহার করে যুবলীগের প্রতিটি নেতাকর্মী দেশরত্ম শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করবে। আমরা দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সকল উপজেলা এবং তৃনমুলে যুবলীগের নেতাকর্মীকে সেইভাবে দিক্ষা দিয়েছি। আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে, কিন্তু সংগঠনের উন্নয়ন এবং দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক এবং অভিন্ন। তাই আগামীতে যুবলীগকে ঢেলে সাজানোর মাধ্যমে তৃনমুল থেকে শহরে সাংগঠনিক গতিশীলতা আরো বাড়াতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য থাককে হবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে খুটাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে এডভোকেট ওমর ফারুক শিবলী ও সাধারণ সম্পাদক পদে আবু তৈয়ব পুনঃরায় নির্বাচত হয়েছেন।