এম.আবুহেনা সাগর,ঈদগাঁও

ঢাকার জনপ্রিয় টিভি চ্যানেল নাইনে এবার পবিত্র মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনায় নির্বাচিত হলেন পর্যটন শহর কক্সবাজার জেলার ঈদগাঁওয়ের ইসলামাবাদ এলাকার প্রখ্যাত আলেমেদ্বীন ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের সহকারী মাওলানা এনামুল হক ইসলামাবাদী। তিনি ২৪ মে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধ ঘন্টা ব্যাপী এ চ্যানেলের স্টুডিওতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব বিষয়ক আলোচনায় অংশ নেন। এ আলোচনায় উপস্থাপকের দায়িত্বে ছিলেন-আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাবিব উল্লাহ বেলালী। উল্লেখ্য যে, মাওলানা এনাম কক্সবাজার বেতারেও আলোচনায় অংশ নেন। এদিকে তার অভাবনীয় সফলতাকে সাধুবাদ জানান দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম.আবুহেনা সাগর, দৈনিক দৈনন্দিনের সদর প্রতিনিধি এম.শফিউল আলম আজাদ, বে-বেঙ্গল নিউজ ডট কমের বার্তা সম্পাদক এম.ছরওয়ার সিফা, সাউথ বাংলা নিউজ ডট কমের বার্তা সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, দৈনিক কক্সবাজার বাণীর ঈদগাঁওস্থ নিজস্ব সংবাদদাতা রফিক উদ্দিন লিটন, কক্সবার্তা নিউজ ডট কমের ঈদগাঁও প্রতিনিধি হাফেজ বজল।