সংবাদদাতা
‘সবুজ পৃথিবীরজন্য’- এই প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ব্র্যাক নার্সারির ১৫তম শাখার উদ্বোধন হয়ে গেল কক্সবাজার কলাতলী বাইপাস সড়ক সংলগ্ন জেল গেইটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
এসময় তিনি একটি ঔষধিচারা রোপণের মাধ্যমে ব্র্যাক নার্সারির কক্সবাজার শাখার উদ্বোধন ঘোষণা করেন।
বর্তমান নগরায়ণের এই যুগে একটি পরিবেশ বান্ধব পৃথিবী গড়ার লক্ষ্যে বাড়ির ভেতরে কিংবা বাইরে ছোট ও বড় পরিসরে বৃক্ষায়ণের গুরুত্ব তুলেধরে ব্র্যাক নার্সারির সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান জেলা প্রশাসক ও উপস্থিত ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে ব্র্যাক এন্টার প্রাইজেসএর উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি বলেন, দেশ ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষের চাহিদা পূরণসহ সৌন্দর্য বর্ধনের মাধ্যমে দেশ তথাবিশ্ব সবুজায়নে ভূমিকারাখা ব্র্যাক নার্সারির উদ্দেশ্য। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর সারাদেশে নিজস্ব নার্সারির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছে ব্র্যাক নার্সারি। এই উদ্যোগের ফলে অত্র এলাকায় স্বল্প মূল্যে উন্নত জাতের ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক চারা উৎপাদন ও বিপণন হবে। যা এলাকার সবুজায়ন, মানুষের পুষ্টির চাহিদা পূরণএবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখবে।