প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে কবি কে স্মরণ করলো হেমন্তিকা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী হোটেল আল-আমিন এর নিজস্ব কার্যালয়ে এ জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে। সভায় আলোচকরা উপস্থিত নতুন প্রজন্মের কিশোর ও তরুণ তরুণীদের কবি কাজী নজরুলকে বুকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক অনিল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো: নাছির উদ্দীন, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কে.এম. রমজান আলী। হেমন্তিকার সংগঠক ও পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন দাশ এর সঞ্চলনায় আলোচনায় অংশ নেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সাধারন সম্পাদক সমীর পাল, ছায়ানীড়ের সাধারণ সম্পাদক সাংবাদিক কল্লোল দে চৌধুরী, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ শহীদ, জেলা উদীচীর সদস্য আমান উল্লাহ। কবির কবিতা আবৃত্তি করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যথাক্রমে- আবদুল্লাহ আল নোমান, রিমা বড়–য়া, বেবী আক্তার, রিফাতুল ইসলাম রিফাত, আখলিমা আক্তার আঁখি, জমিলা আক্তার, জয় পাল, শারমিন আক্তার, আলীফ ইমতিয়াজ, মোঃ জাহেদ হাসান আরমান, ফয়সাল আহমদ প্রমুখ।
হেমন্তিকার উদ্যোগে কাজী নজরুলের ১১৮ তম জন্ম বার্ষিকী উদযাপন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে