মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বান্দরবানের লামা উপজেলায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। জনগণকে অবহিতকরণসহ উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে তথ্য অফিসের বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে লামামুখ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভুমি) মো. সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারি তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও সহকারি শিখ্ষক আবু বক্কর ছিদ্দিক বিশেষ অতিথি ছিলেন। সভায দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ের ওপর জনসচেতনতা মূলখ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।