আরফাতুল মজিদ

চালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় কক্সবাজার শহরে তিন দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে শহরের কালুরদোকান ও রুমালিয়াছড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহাসান মুরাদের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। এসময় পাট অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ছিলেন বাবুল চন্দ্র দাশ।

এহাসান মুরাদ জানান, চালসহ ১৭টি পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত কল্পে ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ প্রণীত হয়েছে। এই আইন অনুযায়ী চালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় কালুর দোকানের জিয়া ট্রেডার্স এর মালিক জিয়াউল হাসানকে পাঁচ হাজার, আমিন ট্রেডার্স এর মালিক নুরুল আমিনকে ১০ হাজার ও তারাবনিয়াছড়া এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. ইলিয়াসকে পাঁচ হাজারসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাবুল চন্দ্র দাশ জানান, গত ১৫ মে থেকে সারাদেশে পাটজাত মোড়ক ব্যবহারের উপর মোবাইল কোর্টসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব ব্যবসায়ী বা দোকানদার পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করছে না তাদের অর্থদন্ডসহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে ভ্রাম্যমান আদালতের সময় ১৫ আনসার ব্যাটালিয়ানের হাবিলদার আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।