আবদুল্লাহ আল আজিজ, টেকনাফ থেকে :
পুলিশের আইজি একেএম শহিদুল হক বলেছেন, জঙ্গিবাদ ও ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে পুলিশ। আর এতে যদি আইন শৃংখলাবাহিনীর কেউ জড়িত থাকে তাদেরও কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরো বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার দায়িত্ব নিতে হবে দেশের মানুষকে। এতে করে অপরাধ ও অপরাধীদের নির্মূল করা সহজ হবে।
বুধবার দুপুরে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনির উজ জামানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।