ক্রীড়া প্রতিবেদক
শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন টেকপাড়া ছাত্র সংসদ আয়োজিত নাইট ক্রিকেট র্টূণামেন্টের (শর্ট বাউন্ডারি) প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝাউতলা স্ট্রাগার্স। ২২ মে সোমবার রাত ৯টায় মাঝিরঘাট খুরুস্কুল ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে টেকপাড়া লায়নসকে হারিয়ে ঝাউতলা চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধানিত ৬ ওভারে ১২০ রান করে ঝাউতলা। জবাবে টেকপাড়া লায়নস এর ইনিংস ৯২ রানে গুটিয়ে যায়। ম্যাচ শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান তরুণ সমাজ সেবক মিজানুল করিম মিজানের সভাপতিত্বে ও টেকপাড়া ছাত্র সংসদের উপদেষ্টা সাংবাদিক এম. এ আজিজ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আবদুল জলিল ডালিম, কবি সামশুল হক কেলু, বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সদস্য মোঃ মুসা, এডভোকেট মাহমুদুল হক মাহমুদ ও জেলা ছাত্রদল নেতা রিয়াদ আবদুল্লাহ । এসময় উপস্থিত ছিলেন টেকপাড়া ছাত্র সংসদের আবদুর রহমান, মিনহাজ মেহেদী, আসিফ আবদুল্লাহ ও নয়ন। বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।