আব্দুল মজিদ, চকরিয়া
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা কাইছারের সভাপতিত্বে গত ১৮মে সকাল ১০টায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো: আতাউল গণি পারভেজ।
ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে সর্বমোট ১কোটি ১৬ লক্ষ ৯৪হাজার ১শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৭লক্ষ ১৫ হাজার ২শত টাকা। বাজেট উপস্থাপনকালে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন গড়ার লক্ষ্যেই উক্ত বাজেট ঘোষণা। বাজেটে লক্ষ্যারচরের বিভিন্ন সড়ক, কালভার্ট, স্কুল-মসজিদ-মাদরাসা অবকাঠামো উন্নয়নের বিষয় আনা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউপি সদস্য যথাক্রমে মো: মনির উল্লাহ, মাঈনুদ্দিন ফারুক ওয়াসিম, সোহরাব হোসাইন নান্নু, আবুল কালাম, মোক্তার হোছাইন, চৌধুরুল কবির, রশিদ আহমদ, হাজী আবদুল গনি, হাসিনা আক্তার, নেছারা বেগম ও সায়রা খাতুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জন্নাতুল ফেরদৌস মুন্নী, ইসমাইল হোসাইন তুহিন, গ্রাম আদালত সহকারী ইয়াসমিন জন্নাত, স্থানীয় শিক্ষক, পরিষদের সকল গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে ১ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।