কুতুবদিয়া সংবাদদাতা
কুতুবদিয়ায় পানিতে ডুবে সাবরিনা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পানি ডুবির ঘটনায় আরো এক শিশু আশংকাজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার (২৩ মে) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ও বড়ঘোপ ইউনিয়নে পৃথকভাবে পানি ডুবির ঘটনা দু‘টি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়ার নুরুল হুদার শিশু কন্যা সাবরিনা সন্ধ্যার পর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
অপর দিকে একই দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদর বড়ঘোপ মিয়ার পাড়ায় আব্দু শুক্কুরের শিশু কন্যা তাসকিয়া (৮) বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। তবে তাকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জ্ঞান ফিরলেও শ্বাস প্রশ্বাসে ধীরগতি ছিল। জরুরী অক্সিজেন দেয়ার প্রয়োজন হওয়ায় হাসপাতালে অক্সিজেন না থাকায় স্থানীয় রোমাই পাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় শিশুটিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আশংকাজনক ছিল শিশুটি ।