আবদুর রাজ্জাক , মহেশখালী থেকে :

মহেশখালী কালারমারছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে প্রাপ্ত ১১টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে । এতে প্রাপ্ত ফলাফলে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন   স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী তারেক বিন উসমান (মোটর সাইকেল) প্রতীক । তার প্রাপ্ত ভোট – ১২৭৪২ । নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমান । তাঁর প্রাপ্ত ভোট – ৪৮৮৩ । ৩য় স্থানে আছে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম চৌধুরী । তাঁর প্রাপ্ত ভোট – ৪১৬৭ ভোট ।

 

 

বিভিন্ন কেন্দ্রের ফলাফল……

কেন্দ্র ;

চিমনিপাড়া স. প্রা. বিদ্যালয়  —  নৌকা -৮৮০ — মটর সাইকেল –   ৯৫৪   – –  ধানের শীষ  ৪৮৪

মিজ্জিপাড়া স. প্রা. বিদ্যালয়       নৌকা- ১২৬   —  মটর সাইকেল  — ৮০৩       ধানের শীষ  – ২৬