নুরুল কবির,বান্দরবান :
বান্দরবানের লামা উপজেলার গয়ালমারা এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন আহত হয়েছে। এ ঘটনায় জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারার দুর্গম লেদু খাল এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি লামা ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবস্থিত। আটকদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম জুয়াধি ত্রিপুরা (২৭)। বান্দরবান সদর সেনা রিজিওনের ব্রিগেড মেজর মো. তৌহিদুর রহমান জানান, একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এলাকাটি জন বিচ্ছিন্ন হওয়ায় অভিযান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে। এদিকে আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মাহাবুবুর রহমান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক মাস থেকেই গয়ালমারা বাইশারী ফাঁসিয়াখালী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেছে। সন্ত্রাসী দলটির তৎপরতায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। সোমবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা গায়ালমারা এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসী সেনাবাহিনীকে লক্ষ করে গুলি ছুড়ি পরে সেনাবাহিনী ও গুলি ছুড়তে থাকে এক পযায় দু দলের মধ্যে গুলিবিনিময় হয়।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার ও স্থানীয় জানান সেনাবাহিনীর সাথে দুর্গম লেদু খাল এলাকায় গুলি বিনিময়ের পর কয়েকজনকে আটক করা হয়েছে। তবে গুলাগুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।