এম.আবুহেনা সাগর,ঈদগাঁও :
তীব্র তাপদাহে একদিকে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে গরমে একটু স্বস্তি পেতে মানুষজন মিনারেল পানির দিকে ঝুকে পড়ছে। সে সাথে সম্প্রতি গরম মৌসুমে যত্রতত্র স্থানে এই পানির কদর তুঙ্গে বললেই চলে। জানা যায়, জেলা সদরের বহুল আলোচিত বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার সহ আশ পাশের উপ বাজার এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের সর্ব শ্রেণি পেশার মানুষজন এখন প্রচন্ড গরমের হাবুডুবু খাচ্ছে। দিবারাত্রি সমানতালে চলছে গরম আর গরম। আর এই গরম থেকে একটু পরিত্রাণ পেতে তারা পানি যাই হোক না কেন একটু ঠান্ডা হলেই স্বস্তি পায়। আর এই মিনারেল পানির কদরের পাশাপাশি জনপ্রিয়তা কোন অংশে কম নয়। এই মৌসুমে আবাল বৃদ্ধা বণিতার হাতে হাতে যেন ঠান্ডা পানির বোতল আর বোতল। পানির সাথে অনেকে ওরস্যালাইন মিশিয়ে খেতেও দেখা যাচ্ছে। আবার পানির পাশাপাশি ডাবের পানির দিকেও ঝুকছে অনেকে। আবার অন্যকেউ ঠান্ডা পানি, মিষ্টিময় ডাবের সাথে যুক্ত করে নিচ্ছে ফ্রিজে রক্ষিত ঠান্ডা কোল্ড ড্রিংকস। এসব ঠান্ডায় ভরপুর পানির প্রতি মনোনিবেশ হয়ে পড়েছেন প্রত্যান্ত গ্রামাঞ্চলের সাধারণ লোকজন। চার দেয়ালের মাঝে বন্দি থাকা মানুষজন গরমে অতিষ্ট হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুতের দেখা না ফেলেও অনেকে হাতপাখাকে বেচে নিয়েছে। সব মিলিয়ে ঈদগাঁওতে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে সাধারণ মানুষজন গরম থেকে কোন রকম স্বস্তি পেতে কোন না কোন পানির দিকে বেশির ভাগই ঝুকছে। ২/১জন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা স্কুলে আসার সময় ব্যাগের সাথে পানির জন্য বোতল ও নিয়ে আসে বলে জানান। অপর দিকে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা কাঁঠফাটা গরমে সবখানে কিংবা সব বয়সের লোকজনের মাঝে মিনারেল পানি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। দাম যাই হোকনা কেন এ গরমে একটু স্বস্তি পেলেই তারা শান্তি বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।