ক্রীড়া প্রতিবেদক:
ভারত-বাংলাদেশ পোট্্েরট দলের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে ৫৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার জেলা শাখা। ২১ মে বিকেলে কলাতলী সমুদ্র সৈকতের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিচ ক্রিকেটে কক্সবাজার ক্রীড়ালেখক সমিতি ৫৫ রানের বড় ব্যবধানে হারায় সফরত ভারত-বাংলাদেশ পোট্্েরট দলকে। টসে জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় সফরকারীরা।
বালির মাঠে নেমেই স্বাগতিক কক্সবাজার ক্রীড়ালেখক সমিতি নির্ধারিত ১০ ওভারে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ১১৯ রানের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় প্রতিপক্ষকে। ক্রীড়ালেখক সমিতির শাহনিয়াজ সর্বোচ্চ ৩০ রান, ওপেনার রাশেদ রিপন ২৭, আরেক ওপেনার এএসপি রায়হান কাজেমী ১৯, রাসেল ১৫ ও এম.আর মাহবুব ১২ রান সংগ্রহ করেন। তবে দূর্ভাগ্য-কক্সবাজারের অল-রাউন্ডার সুজাউদ্দিন রুবেল শূণ্য রানে প্যাভেলিয়নে ফেরেন। পোট্রেট দলের হয়ে ভারতীয় অলরাউন্ডার জাকির হোসেন, সত্যজিত, প্রবাস প্রত্যেকে দু’টি করে উইকেট দখল করেন।
জবাবে ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে পড়ে সফরকারী দলের স্কোর মাত্র ৬৪ রানে আটকে যায়। পোট্ট্রেটের হয়ে বাবুল ১৯ রান, জাকির ১৮ রান সংগ্রহ করেন। কক্সবাজারের পক্ষে রাসেল, আতিক ২টি করে এবং শাহনিয়াজ ১টি উইকেট লাভ করে।
এদিকে ম্যাচ পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-দেশের প্রখ্যাত ক্রীড়া ধারা ভাষ্যকার ড. অনুপম হোসেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়–য়া অপু, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি রায়হান কাজেমী, পোট্্েরট সম্পাদক রুপম চক্রবর্তী, আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, কক্সবাজার ক্রীড়ালেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল হক বাবুল, সদস্য আমিনুল হক আমিন, কক্সবাজার মিশুক ওয়ারিয়র্সের সাধারন সম্পাদক সম্পদ উদ্দিন প্রমূখ।
পরে রাতে ডিভাইন ইকো রিসোর্টে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার সম্পন্ন হয়।
ম্যাচ আম্পায়ার ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভূক্ত আম্পায়ার শামীম ও হারুন।