ক্রীড়া প্রতিবেদক

শহরে মাঠে গড়িয়েছে ওবাইদুল হালিম চৌধুরী চ্যালেঞ্জ ক্রিকেট টূর্ণামেন্ট। ২১ মে রবিবার এসএমপাড়া ক্রিকেট মাঠে টূর্ণামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পন্সর সমাজ সেবক ওবাইদুল হালিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর প্রধান কোচ লতিফ উল্লাহ চৌধুরী, আতিকুর রহমান, ও জিয়া উদ্দিন লাভু। এদিকে টূর্ণামেন্ট সফলে দলের কর্মকর্তাদের শুভ কামনা করেছেন ওমরা হজ্ব পালনে সৌদি আরবে অবস্থানরত কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ।

প্রথম দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে এসএমপাড়া ক্রিকেট মাঠে মুখোমুখি হয় মহেশখালী ক্রিকেট একাডেমী বনাম কক্সবাজার ক্রিকেট একাডেমী। দলের পক্ষে ৫১ রান নিয়ে ম্যাচ সেরা হন ইমরান। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম এসএস ক্রিকেট একাডেমী ‘এ’

দলের সাথে মুখোমুখি হয় কলেজিয়েট ক্রিকেট একাডেমী। এতে চট্টগ্রাম এসএস ক্রিকেট একাডেমী ‘এ’ দল জয় পায়। বিকালে একই মাঠে দুইটি ম্যাচে জয়লাভ করে চট্টগ্রাম এসএস ক্রিকেট একাডেমী ‘এ’ ও ‘বি’ দল। ২৩ মে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।