মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ:
হ্নীলায় সিএনজি-মাহিন্দ্রারা সংঘর্ষে বৃদ্ধসহ ৪নারী-পুরুষ আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, ২১ মে সকাল সাড়ে ১১টারদিকে হ্নীলার দরগাহ ষ্টেশনে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে হ্নীলা ষ্টেশন হতে টেকনাফগামী একটি মাহিন্দারা অসাবধানতাবশত ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই মহিলা এবং মাহিন্দ্রারায় থাকা একজন ষাটোর্ধ্ব রোহিঙ্গা বৃদ্ধ ও লেদা ইবনে আব্বাস মাদ্রাসার এক ছাত্র গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় নাম-পরিচয় পাওয়া যায়নি। রক্তাক্ত বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় মাহিন্দ্রারাটি আটক করে রেখেছে স্থানীয় লোকজন।
হ্নীলায় সড়ক দূঘর্টনায় আহত ৪
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে