নিজস্ব প্রতিবেদক:
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজপথের ত্যাগী নেতা মোনাফ সিকদারের মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী। এর আগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মানববন্ধনে বক্তারা বলেন, মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ও রাজপথ কাঁপানো নেতা। দলের দু:সময়ে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সাথে লড়াই করে দলের অগ্রযাত্রায় কাজ করেছেন। দলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। একটি ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলায় এমন ত্যাগী নেতাকে গ্রেফতার করা মেনে নেয়া যায় না।
বক্তারা আরো বলেন, কামাল হত্যার সাথে মোনাফের কোন ধরণের সম্পৃক্ততা নেই। এটা দিবালোকের মতো স্পষ্ট। পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমুলকভাবে তাকে মামলায় আসামী করা হয়েছে। পুলিশও কতিপয় নেতাদের ইন্ধনের মোনাফের মতো ত্যাগী নেতাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছেন।
নেতারা বলেন, মোনাফ সিকদারকে নি:র্শত মুক্তি দিতে হবে। না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে সময় কক্সবাজারের শান্ত পরিবেশ অশান্ত হলে তার জন্য পুলিশ দায়ী থাকবেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন, খুরুস্কুল ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম, আবু তাহের, সাজ্জাদ, শামীম, শাহাব উদ্দীন, আবদুল কাদের, মোবারক, মুজিবুর রহমান, মোরশেদ, যুবলীগ নেতা লুতু মিয়া, কক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতা রায়হান উদ্দীন প্রমুখ।