এম.জিয়াবুল হক ,চকরিয়া:
চকরিয়া চোলাই মদ পাচারকালে নারীসহ ২জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার বিকাল ৫টা উপজেলার বানিয়াছড়া ষ্টেশন থেকে দুটি পলিথিনে মোড়ানো ১০লিটার মদ সহ তাদের আটক করে। আটককৃতরা হল চকরিয়া পৌরএলাকার ৩নং ওয়ার্ডের কসাই পাড়াগ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও একই এলাকার ইমাম শরীফের ছেলে মনু আলম (৩০)।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে বানিয়ারছড়া ষ্টেশনে গাড়ির জন্য অপেক্ষামান অব¯’ায় ওই নারী মদ পাচারকারী সহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতারের পর নারী মদ পাচারকারী রোজিনা বেগমের দেহ তল্লাসি করে দুটি পলিথিন মোড়ানো ১০লিটার চোলাই মদ জব্দ করা হয়। তারা লামার আজিজনগর থেকে বাংলা মদ নিে বিক্রির জন্য চকরিয়া আসছিলো। এব্যাপারে চকরিয়া থানায় মাদক আইনে মামলার প্র¯‘তি চলছিলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।