আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমানঘাঁটিতে হামলায় বেসামরিক নাগরিকসহ ১৪০ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সেনা। শুক্রবার এনএলএ’র মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকারের অনুগত বাহিনী থার্ড ফোর্সের সেনারা বৃহস্পতিবার মিসরাতা শহরের ব্রাক আল-শাতি বিমানঘাঁটিটি দখলের উদ্দেশে হামলা চালায়। হামলার সময় ঘাঁটিটিতে এলএনএ বাহিনীর যোদ্ধারা অবস্থান করছিলেন।

 

তবে ওই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে। সরকারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করার আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী আল মাহদি আল বারঘাতি ও থার্ড ফোর্সের প্রধানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এলএনএ’র নেতৃত্বে রয়েছেন জেনারেল খলিফা হাফতার। এনএলএ’র মুখপাত্র আহমাদ আল-মেসমারি জানান, সেনারা সামরিক কুচকাওয়াজ শেষ করে ফিরছিল। তারা সশস্ত্র ছিল না। তাদের অধিকাংশকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

সিবিএন/খাইর