এম.আবুহেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদরের ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় ছাব্বির আহমদ (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
শনিবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুর বটতলী স্কুল গেইট সংলগ্ন টেকিং স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহত যুবক ইসলামাবাদ ফকিরা বাজার এলাকার মৃত বশির আহমদের ছেলে। ওই সময় সে নিজ বাড়ী থেকে ইসলামপুর লবণ মিলে কাজ করতে যাচ্ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মস্থলে যওেয়ার পথে ঘটনস্থৈলে পৌঁছলে কক্সবাজারমুখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়।
এতে তার হাত, মুখ, মাথা সহ নানা স্থানে জখম লাগে। তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও বাজারস্থ এক বেসরকারী হাসপাতালে নিয়ে আসে। তাকে কোন রকম কষ্টের বিনিময়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানান আহতের মা ।
ইসলামপুরে সড়ক দূর্ঘটনার শিকার লবণ শ্রমিক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
