অাজিজুল হক:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওরাকল রাস্তার মাথা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এস,এস,সি ও দাখিল পরীক্ষায় এ+ সহ উত্তির্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে গত ১৯ জুন ১৭ ইং শুক্রবার ২ টায় কাটাখালী রওজাতুন্নবী (সঃ) মাদ্রাসা হল রুমে। পবিত্র কোরঅান থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে গোলাম অাজম ছোটনের পরিচালায় টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম-৭১ কক্সবাজার জেলার অাহব্বায়ক ডাঃ এম.এ ফয়সাল ফাহিম, প্রধান বক্তা পালংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক মোক্তার অাহমদ, বিশেষ অতিথি কাটাখালী রওজাতুন্নবী(সঃ) দাখিল মাদ্রাসার সুপার মাও. ছিদ্দিক অাহমদ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থা কক্সবাজার শাখার সভাপতি মারজান অাহমদ চৌধুরী, কাটাখালী রওজাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. ইউছুপ অালী, মাওলানা ছৈয়দ অালম, প্রজন্ম-৭১ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব তাজভীর চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন হোয়াইক্যং রাস্তার মাথা ওরাকল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব অাল হাসান নাহিদ।
সিনিয়র সদস্য হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাঃ এম,এ ফায়সাল ফাহিম বলেন প্রতিটি শিক্ষার্থীদের উচিত ইয়াবা, মাদক, অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে দূর্বার অান্দোলন গড়ে তোলা। সে সাথে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে অাত্ব নিয়োগ করা। ২য় অধিবেশনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রধান করা হয়। পরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন ওরাকল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব অাল হাসান নাহিদ।