প্রেস বিজ্ঞপ্তি : ছনখোলা রহিম উল্লাহ ক্রীড়া পরিষদ ছনখোলার এসএসসি , দাখিল ও হেফজ সমাপ্তকারীদেও সংবর্ধিত করেছে । ছনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ এপ্রিল আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মৌলানা আবদুল হাফিজের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় । উক্ত পরিষদের সভাপতি কক্সবাজার সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র মোর্শেদ আলম রনির সভাপতিত্বে মাষ্টার নুরুল আজিমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ডা: আলমগীর রানা ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু কলেজের অধ্যাপক আবু তাহের । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আকতার চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার কমার্স কলেজের অধ্যাপক এছারুল করিম ও অধ্যাপক নছরুল্লাহ খান নবাব ,আইসিটি প্রশিক্ষক  ইরফান হোসাইন ও এডভোকেট জসিম উদ্দিন  । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোহাম্মদ আলম , এম এন আনোয়ার পারভেজ , সাইমুম মোহাম্মদ জাহাঙ্গীর , জাকের হোসাইন , আবদুল্লাহ আল মাহমুদ , মোহাম্মদ আদিল , সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম ।
কৃতী ছাত্রছাত্রীদেও পক্ষ থেকে বক্তব্য রাখেন , বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর মেধাবী ছাত্রী শাকিয়া ইয়াছমিন মোহনা । উক্ত অনুষ্ঠানে আরো সংবর্ধিত করা হয় জেএসসি/জেডিসি, পিএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ।
সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখভায় মৌলানা গোলামুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । উপস্থিত ৪জন অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন মোর্শেদ আলম রনি , শামীম মোহাম্মদ , রাকিব উল্লাহ , আবদুল্লাহ শোয়েব , আল আমিন , জাহেদ , শাহেদ , ইমাম হোসেন , তেহেরান , আবদুল্লাহ আল মামুন , ইমাম হোসেন , আরফাত , ফয়সাল প্রমুখ । উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে পেরে রহিম উল্লাহ ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা রহিম উল্লাহ সুদূর মালয়েশিয়া থেকে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন ও সকলকে ধন্যবাদ জানান।