আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়ায় মো: আবু ছাদেক (১০) নামে হেফজখানার এক ছাত্র ১০দিন ধরে নিঁেখাজ রয়েছে। সে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারাস্থ হাম্বাদিয়া হাফেজখানার ছাত্র ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজকাকারা ভিলেজারপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। এনিয়ে নিখোজ ছাত্রের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ১৮মে চকরিয়া থানায় জিডি (নং ৭৯৩) দায়ের করেছে।
জিডি’র অভিযোগ সূত্রে জানায়, গত ৯ মে সন্ধ্যা ৬টার দিকে হেফজখানায় যাওয়ার জন্য বাড়ি হতে বের হয় ছাত্র আবু ছাদেক। কিন্তু বাড়ি থেকে বের হয়ে গত ১০দিনেও মাদরাসা কিংবা আত্মীয় স্বজনের কাছে খবর নেন। কোথাও না পেয়ে পিতা বাদী হয়ে থানায় এ জিডিটি করেন। শিশু ছাত্রের পড়নে হাফ হাতা সাদা গেঞ্জি, রং শ্যামলা, মুখ-গোলাকার, উচ্চতা ৩ফুট ৫ইঞ্চি হবে। বর্তমানে হতভাগা দরিদ্র পরিবারে চলছে সন্তান খোজের আহাজারী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।