প্রেস বিজ্ঞপ্তি :

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান  ১৮ মে বিকাল ৫ টায় সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে তনজিমুল মোছলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর, মহানগর যুবলীগনেতা, চউক বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রোগী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক হাফেজ মোঃ আমানউল্লাহ, তনজিমুল মোছলেমীন এতিমখানার সম্পাদক অধ্যাপক হাকীম জামাল উদ্দীন হেজাজী, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের আহবায়ক সাবেক যুবনেতা মোঃ জসিম উদ্দীন চৌধুরী, স.ম. জিয়াউর রহমান , প্রবীণ রাজনীতিক এম.এ. সালাম, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দীন লিটন, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, ডাঃ মোঃ জামাল উদ্দীন, হারুন আল রশিদ, রাশেদ মাহমুদ পিয়াস, মোঃ ফারুক প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ১৯৮১ সালে এদেশের মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার পথ খুঁজে পেয়েছিলেন। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর দেশে অরাজক আর গণতন্ত্রহীন বাংলাদেশে যেভাবে কালো বিভীষিকা বিরাজ করছিল তা থেকে উত্তরণে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ ফিরে আসাই সময়ের সাহসী পদক্ষেপ। আর জননেত্রী শেখ হাসিনাই ঝিমিয়ে পড়া বিধ্বস্ত আওয়ামীলীগের নেতৃত্বে হাল ধরেছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয় সারা বিশ্বে তিনি উন্নয়নের রোল মডেলনেত্রী হিসেবে প্রশংসা পাচ্ছেন। যার সুযোগনেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন যারা ইসলামের অপব্যাখ্যা, মিথ্যা তথ্য দিয়ে দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আলেম সমাজসহ সকলকে সোচ্চার হতে হবে। ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে হবে। সভাশেষে প্রধান অতিথি এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেন।