বান্দরবান প্রতিনিধি :
অনুমতি না পাওয়ায় শুক্রবার দলের বান্দরবান জেলা কমিটির কর্মী সমাবেশ হচ্ছে না। আপাতত স্থগিত করা হয়েছে এ কর্মী সমাবেশ। গত ২দিন ধরে এ কর্মী সমাবেশকে ঘিরে বিএনপির দু গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়নি। ফলে শুক্রবার অনুষ্ঠেয় জেলা বিএনপির কর্মী সমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করেছেন জেলা বিএনপির সভানেত্রী ম্যামাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা। তাঁরা বৃহস্পতিবার দুপুরে মেম্বার পাড়া জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান। গত ১৪ মে জেলা প্রশাসনের কাছে কর্মী সমাবেশের অনুমতি চেয়ে ছিঠি দেয়া হয়ছিল। বিএনপির সাচিং প্রু জেরির নেতৃত্বাধীন দলের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত মাম্যাচিং-জাবেদ রেজার নেতৃত্বাধীন কমিটি বাতিল দাবিতে গত বুধবার প্রেসক্লাব চত্বরে কালো পতাকা বহনকরে মানববন্ধন ও মিছিল করে। ফলে প্রশাসন বিবদমান ২টি পক্ষকে শান্ত রাখার এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই কর্মীসমাবেশ করার অনুমতি দেয়নি বলে মিডিয়াকর্মীদের কাছে জানানো হয়েছে প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।