ছালাম কাকলী  :

আগামী ২৩ মে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন । সেলিম চৌধুরী নৌকা , আলহাজ্ব এখলাছুর রহমান ধানের শীষ, তারেক বিন উসমান শরীফ মোটরসাইকেল ও আলহাজ্ব আনছারুল করিম আনারস প্রতীক বিভিন্ন মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। কিন্তু আ’লীগের প্রার্থী সেলিম চৌধুরী নৌকা প্রতীক পেলেও আ’লীগের বিদ্রোহী প্রার্থী তারেক বিন উসমান শরীফ মোটরসাইকেল ও বি.এন.পির প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমান ধানেরশীষ প্রতীক নিয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে। এ ২ প্রার্থীর মধ্যে বর্তমানে সমান হারে লড়াই চলছে।

গেল বছর ২২ মার্চ মহেশখালী উপজেলার অন্যান্য ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও মামলার জঠিলতার কারণে কালারমারছড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায় । দলীয় হাই কমান্ড থেকে সেলিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেও অপর প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধা মো: শরীফের দৌহিত্র তারেক শরীফও একই দিন নৌকা প্রতীকের চিঠি সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। তারেক শরীফের মনোনয়ন পত্র অবৈধ দাবী করে সেলিম চৌধুরী আদালতে একটি মামলা দায়ের করে। আদালত থেকে সেলিম চৌধুরীকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য নির্দেশ আসে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে। আ’লীগের বিদ্রোহী প্রার্থী তারেক বিন উসমান শরীফ মোটরসাইকেল প্রতীক পেয়ে মাঠে-ময়দানে গত ২দিন ধরে চষে বেড়াচ্ছে। বি.এন.পির একক প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমান ধানের শীষ নিয়ে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে চষে বেড়াচ্ছে। স্বতন্ত্র প্রার্থী আনছারুল করিম আনারস প্রতীক নিয়ে মিছিল মিটিং সমাবেশ অব্যাহত রেখেছে। কালারমার ছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এখন ধানের শীষ ও মোটরসাইকেলের সমর্থক সমান হারে দেখা যাচ্ছে। ভোটারদের ধারণা ঐ ২জনের মধ্যে তীব্র লড়াই হওয়া সম্ভাবনা দেখা দিয়েছে। তবে দলীয়ভাবে সেলিম চৌধুরীর পক্ষে প্রশাসন অবস্থান নিয়ে বি.এন.পির ঘরে নিশ্চিত চলে যাবে বিজয়ের মালা । নৌকা প্রতীকের ভরাডুবি হবে বলে আ’লীগের সমর্থিত অনেকে জানান। তারা আক্ষেপ করে জানান, তারেক বিন উসমান শরীফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে আ’লীগের ঘরে বিজয়ের মালা যাওয়ার অনেকটা নিশ্চিত ছিল। কিন্তু এখন নিশ্চিত বিজয়ের মালা বি.এন.পির প্রার্থী আলাহাজ্ব এখলাছুর রহমান ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী তারেক বিন উসমান শরীফের ঘরে চলে যাবে বলে ভোটারদের মুখে মুখে। তবে আল্লাহ জানে, আগামী ২৩ মে এ বিজয়ের মালা কার ঘরে যাবে ? এদিকে জেলা নির্বাচন কমিশনার থেকে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন কেমন হবে জানতে চাইলে তিনি জানান, “অত্যন্ত সুন্দর সু-শৃংখলভাবে এ ইউনিয়নের নির্বাচন শেষ করতে আমি বদ্ধ পরিকর। কোন ধরণের পার্সিলিটি হবে না”। অপরদিকে কালারমার ছড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বশির মেম্বার ও সাধারণ সম্পাদক বদন থেকে জানতে চাইলে তারা জানান , কালারমার ছড়ায় আ’লীগের যথেষ্ট সমর্থক রয়েছে । কিন্তু সেলিম চৌধুরীকে নৌকা প্রতীক দেয়ায় এখানে নৌকা সাগরের অথৈই জলে ভেসে যাবে।