ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পাহাড়ি এলাকায় চোলাই মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জড়িত কাউকে আটক করতে না পারলেও চোলাই মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭মে) রাত ১০টার দিকে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে এএসআই সজীব চৌধুরীসহ একদল পুলিশ টইটং ইউনিয়নের কাটা পাহাড় এলাকার মৃত কবির আহমদের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইসমাঈলের বসত ঘরে এ অভিযান চালায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে এ কারখানা মালিক মোহাম্মদ ইসমাঈল সহ তার অপর সহযোগীরা পার্শ্ববর্তী গহিন অরণ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তার বাড়ি থেকে চোলাই মদ তৈরির সরঞ্জাম (প্লাস্টিকের দুটি ড্রাম, সিলভারের তিনটি পাতিল ও প্লাস্টিকের বালতি) ও দুই ধরণের তরল রাসায়নিক উপকরণ উদ্ধার করা হয়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।