শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
বাংলাদেশ-মায়ানমার সীমন্তের তুমব্রু থেকে ‘সন্দেহ ভাজন গুপ্তচর’ হিসেবে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৩৪ বিজিবি সদস্যরা। বুধবার (১৭মে) ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবি ক্যাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়। আটকের সময় ওই যুবক নিজেকে প্রথমে বাংলাদেশী পরিচয় দিলেও। জিজ্ঞাসাবাদের পর সে মায়ানমারের মংডু জেলার আকিয়াব থানার ক্যাথুই এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।
আটককৃত ব্যাক্তি নিজের নাম পরিচয় নিশ্চিত করে না বললেও থানায় দায়েরকৃত মামলায় আবুচি (২২), পিতা- মৃত মংমাচি উল্লেখ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মিয়ানমারের ওপার থেকে এসে তুমব্রু বাজার পাড়ি দেওয়ার সময় ওই ব্যাক্তিকে আটক করা হয়। এ সংবাদ লিখাকালীন (রাত সাড়ে ৮টায়) তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হন্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছিল। বিজিবি জানিয়েছে আটকৃত ব্যাক্তি মায়ানমারের গোপ্তচর হিসেবে কাজ করছিল।