নুরুল কবির, বান্দরবান:

কর্মী সম্মেলন’কে ঘিরে বান্দরবানে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী পালিত হয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুবুর রহমান শামীমের অপসারণ দাবী। বুধবার এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯মে বান্দরবানে কর্মী সম্মেলন আয়োজন নিয়ে সকালে মেম্বার পাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি স্থানীয় গনমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে। জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির নতুন কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো: ওসমান গনি, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, যুগ্ন সম্পাদক আব্দুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, বান্দরবানের মাটি বিএনপির ঘাটি। কিন্তু দলের দুষ্ট চক্রের বিরোধীতায় ধানের শীষ বরাবরই পরাজিত হচ্ছে এখানে। শুধু বিরোধীতা নয়, ধানের শীষ দলীয় প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার নজিরও দেখিয়েছেন এদুষ্টচক্র। কেন্দ্রীয় দিকনির্দেশনায় তৃনমূলে সংগঠন গোছানোর মাধ্যমে নেতাকর্মীরা যখন আবারো চাঙ্গা হয়ে উঠেছে, দুষ্টচক্র নতুন ষড়যন্ত্রের মাধ্যমে কর্মী সম্মেলন পন্ড করার পায়তাড়া চালাচ্ছে। তবে বিএনপির নেতাকর্মীরা এখন আগের চেয়ে অনেকবেশি ঐক্যবদ্ধ। ঘরের শত্রুতা এখন আর আগের পথ সুবিধা করতে পারবেনা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বিগত ১১ বছরে বিএনপি দু-বার বান্দরবান প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করতে পেরেছে ক্ষমতাসীনদের সহযোগীতায়। প্রথমবার পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে এবং আজকে বিএনপির কর্মী সম্মেলন ঠেকাতে কালো পতাকা মিছিল-মানববনন্ধন করেছে। সরকার বিরোধী কোনো কর্মসূচীই তারা পালন করতে পারেনি। আমরা কর্মী সম্মেলন করতে প্রশাসনের কাছে আবেদন করেছি। আর প্রতিপক্ষের মুষ্টিমেয় ব্যক্তিরা কর্মীসম্মেলনের অনুমতি না দিতে প্রশাসনকে আবেদন করেছে। নির্ধারিত সময়ে কর্মী সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে অনেকটা সংশয় রয়েছে।

অপরদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরী গ্রুপের নেতাকর্মীরা দালাল আখ্যা দিয়ে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুবুর রহমান শামীম’কে তার দায়িত্ব থেকে অপসারণ, নবগঠিত জেলা বিএনপি’র কমিটি বাতিল, কর্মী সম্মেলন স্থগিত, ৯৮৩ কাউন্সিলরকে নিয়ে নতুন কমিটি গঠনের দাবীতে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তার আগে তারা শহরে কালো পতাকা মিছিল করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা কমিটির যুগ্ন সম্পাদক মুজিবর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং মামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির, মহিলা দলের নিরুতাজ বেগম,মহিলা দলের যুগ্ন আহবায়িকা উম্মে কুলসুম লীনা প্রমুখ।

প্রসঙ্গত: আগামী ১৯ মে শুত্রুবার মেঘলাস্থ হোটেল নাইট হেভেন মিলনায়তনে জেলা বিএনপি’র কর্মী সম্মেলন আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুবুর রহমান শামীম।