প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আল্লামা সাঈদীকে বিনা অপরাধে আটক রেখেছে। মানবতাবিরোধী অপরাধ নয় কুরআনের অমীয় বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ায় হচ্ছে আল্লামা সাঈদীর অপরাধ। আল্লামা সাঈদীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ’লীগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই মিথ্যা অপবাদ দিয়ে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশবাসী আ’লীগের যে কোন অপকৌশল নস্যাত করে দিতে বদ্ধপরিকর। তিনি অবিলম্বে করআনের পাখি আল্লামা সাঈদীর মুক্তি দাবি করেন। ১৩ মে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার শহর জামায়াত আয়োজিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শহর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে জামায়াত ও ছাত্রনেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।