প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় সমাজতাত্ত্বিক দল (জাসদ) কেন্দ্রীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা শাখার এক জরুরী সভা কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ লাল দীঘির দক্ষিণ পাড়ের জেলা জাসদ কায্যালয়ে ১৩ মে বিকাল ৪ ঘটিকার সময় কক্সবাজার জেলা জাসদ সভাপতি জননেতা নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় জঙ্গী নির্মূল, জঙ্গীর সঙ্গী বর্জন ও বিচার করা, সরকারে একবার রাজাকার আরেক বার মুক্তিযোদ্ধার সরকারের মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করার জন্য ২০ মে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় যোগদান, জেলা জাসদের সমাজকল্যান বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান এর মৃত্যুতে ১৮ মে সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা জাসদ কায্যালয়ে শোক সভার সিদ্ধান্ত গ্রহন করে।
সভায় বক্তব্য রাখেন এড. আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক,জাসদ কক্সবাজার জেলা, মোহাম্মদ হোসেন মাসু যুগ্নসম্পাদক জেলা জাসদ, এড. রফিক উদ্দীন চৌধুরী সহ সম্পাদক জেলা জাসদ,বিপ্লব বড়ুয়া সহ সম্পাদক জেলা জাসদ, খোরশেদ আলম অদুদ শিক্ষাবিষয়ক সম্পাদক জেলা জাসদ, মিজানুর রহমান বাহাদুর দপ্তর সম্পাদক জেলা জাসদ, পরিতোষ বড়ুয়া প্রচার সম্পাদক জেলা জাসদ, নূর আহমদ সাংগঠনিক সম্পাদক শহর শাখা, আবদুল জব্বার, প্রদীপ দাস,আবু তৈয়ব সদস্য জেলা জাসদ কক্সবাজার।