রমজান ও ঈদুল ফিতরের পর নির্বাচনের সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি :

সাতকানিয়া-লোহাগাড়া সমিতি কক্সবাজারের আহবায়ক কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে যুগ্ম আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব জেবর মুল্লুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সমিতির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা আয়-ব্যয় রির্পোটসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া নতুন সদস্য হয়ে ও পুরাতন সদস্যসহ প্রায় ৩ হাজার সাধারণ সদস্য সমিতির অর্ন্তভুক্ত হয়ে বলে সভায় অবহিত করা হয়। পাশাপশি পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের পর সুবিধাজনক সময়ে উৎসব মূখর পরিবেশ সমিতির নির্বাচন করার সিদ্ধান্তও গৃহিত হয় উক্ত সভায়। পাশাপাশি যারা সমিতির সদস্য হয়েছেন এদের মধ্যে আইডি কার্ডের ফটোকপি ও ছবি যারা জমা দেয়নি তাদের দ্রুত সময়ের মধ্যে সমিতির কার্যলয়ে তা জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাওলানা নজরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ, আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদি, আলহাজ্ব মাহমুদুল হক কোং, আলহাজ্বন নুরুল কবির চৌধুরী, আলহাজ্ব ইদ্রিস কামাল বাবুল কোং, সিরাজুল ইসলাম প্রমুখ।