সোয়েব সাঈদ, রামু :
বিভিন্ন পেশার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীদের সাথে নিয়ে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রামু ত্যাগ করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। জুমাবার (১২ মে) রামু কেন্দ্রিয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি পবিত্র ওমরা পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
জানা গেছে, এলাকার প্রবীন শিক্ষক, গ্রাম সর্দার, ক্ষুদ্র ব্যবসায়ি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাথে আনুগত্যশীল ত্যাগী রাজনীতিক ব্যক্তিবর্গ সাংসদ কমলের সাথে ওমরা পালনে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন, সাংসদ কমলের রাজনৈতিক উপদেষ্টা আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, মোহাম্মদ আলী, গ্রাম সর্দার রমজান আলী, বক্তার আহমদ আলম ও নুরুল কবির।
পবিত্র ওমরা পালনে সৌদি আরব সফরকালে সাংসদ কক্সবাজার সদর, বৃহত্তর ঈদগাও ও রামু উপজেলার প্রবাসীদের বিভিন্ন সভা-সমাবেশে যোগদান করবেন। ইতিমধ্যে সাংসদ কমলের সফরকে ঘিরে বিভিন্ন প্রবাসী সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আগামী ১৬ মে মক্কা ব্যবসায়ি সংগঠনের উদ্যোগে সাংসদ কমলকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া সাংসদ কমল ওমরা পালনে যাওয়া মুরব্বীদের সাথে নিয়ে পবিত্র মদিনা নগরীতে দুইদিন অবস্থান করবেন।
একাধিক সূত্র মতে ধারনা করা হচ্ছে, বর্তমানে দেশজুড়ে আগামী নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এ সফরকালে মুসলমানদের সর্বোচ্চ পবিত্রতম স্থান থেকে আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা শুরু করবেন।
মুঠোফোনে জানতে চাইলে মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম জানান, সাংসদ কমলের সৌদি সফরকে ঘিরে ইতিমধ্যে সেখানে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ি, শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরো জানান, সৌদি আরবে প্রবাসী হাজারো নেতাকর্মী ৫ শতাধিক গাড়ির বহর নিয়ে বিমানবন্দরে সাংসদ কমলকে বরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।