মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১মে) ভোর রাত আনুমানিক ২টার সময় ডুলাহাজারা ইউনিয়নের রংমহল কোণা পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- শাহ আলমের পুত্র মোহাম্মদ আলী (৪২), আব্দুস ছমদের পুত্র আলমগির (৩৪), ফরিদুল আলমের পুত্র জাহেদুল ইসলাম (৩১), আলী হোসেনের পুত্র জসিম উদ্দিন (৩৩) ও শামসুল আলমের পুত্র মোজাম্মেল হক (৩৫)। তারা সবাই রংমহল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত তার ওয়ার্ড রংমহল এলাকায় জুয়ার জমজমাট আসর চলে আসছিল। বাধা দিলে তারা কোন প্রকার তোয়াক্কা না করে সাময়িক বন্দ রেখে বরাবরের মতো চালিয়ে যেতেন। এমনকি চিহ্নিত জুয়াড়ির বসতবাড়িতে এলাকার জুয়াড়িদের একত্রিত করে এ অপকর্মের আসর বসায়। কয়েকবার বাধা দিতে গেলে মহিলা দিয়ে শ্লীলতাহানির অপবাদের পরিস্থিতি দেখে পুনরায় ফিরে আসি। মোটকথা প্রতিনিয়ত এই জুয়ার আসরের জন্য এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার পথে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই এনামুল হকের অভিযানে নগদ টাকা সহ জুয়াড়িদের আটক করা হয়েছে।
ডুলাহাজারা থেকে ৫ জুয়াড়ি আটকের সত্যতা জানিয়ে চকরিয়া থানার ওসি বকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।।
চকরিয়া থানার অভিযানে ডুলাহাজারা থেকে ৫জুয়াড়ি আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে