প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজারের ব্যবস্থাপনায় সাতদিন ব্যাপী উচ্চাঙ্গ নৃত্য কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য নৃত্য সন্ধ্যা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ মে বুধবার পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমান। জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক শেখ আবিদুর রহমান কচি, নৃত্যগুরু কাজী রাকিবুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তবলা শিল্পী লিয়াকত হোসেন।
সাতদিন ব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ৫০জন নৃত্যশিল্পী অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য ও সৃজনশীল নৃত্য পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের দারুনভাবে মোহিত করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রায়হান উদ্দিন, নৃত্যশিল্পী মনিকা বড়ুয়া, কবি সিরাজুল হক সিরাজ, আবৃত্তি শিল্পী এড. প্রতিভা দাশ, ছড়াকার শিক্ষক নাসির উদ্দিন, শিল্পী অরণ্য শর্মা, সাংস্কৃতিক সংগঠক রিদুয়ান আলী, কবি নিলয় রফিক, কালাম আজাদ, নৃত্যশিল্পী সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।